গলির ভেতর স্ল্যাব খোলা ড্রেনে পড়ে আছে ৬৫ বছর বয়সের একজন রিক্সা চালকের মৃতদেহ। ২০ টাকার ভাড়া চল্লিশ টাকা চেয়েছিল সে। খুব বড়ো অপরাধ নয়। কিন্তু যাত্রী যিনি ছিলেন তার ভেতরে ঘাপটি মেরে থাকা মধ্যবিত্ত সেন্টিমেন্ট ব্যাপারটা সহজ ভাবে নিতে পারেনি। কথা-কাটাকাটির এক পর্যায়ে ঘটে এই অনিচ্ছাকৃত দুর্ঘটনা। এ ঘটনার পর থেকেই একটা অপরাধবোধ তাড়া করতে থাকে লোকটিকে। সমাজের চোখে সে একজন খুনী! আইন তাকে ছাড়বে না। বুকের উপর চেপে বসেছে বিবেক। চোখ বন্ধ করলেই দেখতে পারছে দাড়িতে মেহেদী লাগানো সেই রিক্সা চালকের মুখ। চারদিকে নিশ্চয় হইচই পড়ে গিয়েছে। সবাই খুঁজছে খুনিকে...