আশিক একজন দক্ষ ভয়েস আর্টিস্ট, যিনি বাচিক চর্চা ও প্রসারে প্রথিতযশা প্রতিষ্ঠান কন্ঠশীলন থেকে প্রয়োগ পর্যায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাঁর কাজের অভিজ্ঞতার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে দুটি শ্রুতি নাটকে অংশগ্রহণ—"রথের রশি" এবং "দানকো" (মূল: ম্যাক্সিম গোর্কি)। তাঁর কণ্ঠ ও উপস্থাপনায় নাট্যবোধ, আবেগ ও কারিগরি দক্ষতার সমন্বয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
2 Books
1 Follower
Follow
About
আশিক একজন দক্ষ ভয়েস আর্টিস্ট, যিনি বাচিক চর্চা ও প্রসারে প্রথিতযশা প্রতিষ্ঠান কন্ঠশীলন থেকে প্রয়োগ পর্যায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাঁর কাজের অভিজ্ঞতার মধ্যে উল...