শুভ নামের এক যুবক তার ফুফাতো ভাই ফরিদের মাধ্যমে জানতে পারে যে তাদের ফুফা লোকমান হোসাইন আকন্দ অদ্ভুত আচরণ করছেন। ফুফা মনে করছেন তার বাড়ি ভেঙে পড়বে, তাই তিনি বাড়ির বাইরে থাকছেন। এই ঘটনায় ফুফুও অসুস্থ হয়ে পড়েন।শুভ ফুফার এই অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে গিয়ে বুঝতে পারে, ফুফা প্রচণ্ড মানসিক চাপ ও অপরাধবোধে ভুগছেন। পরে জানা যায়, ফুফা একসময় একটি অবৈধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন, যার ফলে তিনজন নিরীহ মানুষের মৃত্যু হয় এবং পরে সেই নিহতদের একজনের বাবা আত্মহত্যা করেন। এই ঘটনার অপরাধবোধই ফুফাকে তাড়িয়ে বেড়াচ্ছে।প্রাথমিক দ্বিধা সত্ত্বেও, শুভ পরিবারের উচিত কাজ করার সিদ্ধান্ত নেয়। সে স্থানীয় থানায় ফোন করে ঘটনাটি জানায়। গল্পের শেষে শুভ ভোরের আলোর প্রতীক্ষা করে, যা হয়তো সব অন্ধকার ও সংশয় দূর করবে।