নোমান প্রধান, নরসিংদীর বানিয়াছলে জন্মগ্রহণকারী এক তরুণ লেখক। মা শিক্ষিকা নাছরিন বেগম এবং বাবা কৃষি কর্মকর্তা মোছলেহ উদ্দিনের কনিষ্ঠ সন্তান তিনি। ব্রাক্ষ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয় ও নরসিংদী সরকারি কলেজে পড়াশোনার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করেন। শিক্ষাজীবনের শেষ দিকে ব্লগে লেখালেখি শুরু করে, পরে সাহিত্য পত্রিকায় লেখালেখি ও লোকসংস্কৃতি নিয়ে কাজ করেন। কবিতা, গান, চিত্রনাট্য, ছোটগল্প, প্রবন্ধ ও উপন্যাস লেখায় তিনি নিয়মিত সক্রিয়।