পদার্থবিজ্ঞানের ডিগ্রিধারী এক যুবক জীবিকার তাগিদে কলেজে ভূগোলের খণ্ডকালীন শিক্ষকতা করেন। একদিন ক্লাসে এক ছাত্রী গান শোনাতে বললে, সোহেল নামের এক ছাত্র ব্যঙ্গ করে বলে যে শিক্ষকের ক্লাস ও গান দুটোই 'উঁচু দরের' কারণ সেগুলো দুর্বোধ্য। সোহেলের এই মন্তব্যে শিক্ষক উপলব্ধি করেন যে তিনি যা শেখাচ্ছেন, সে বিষয়ে তার নিজেরই গভীর জ্ঞান নেই, কেবল মুখস্থ পড়ান। এই আত্ম-উপলব্ধি তাকে লজ্জিত করে এবং তিনি সিদ্ধান্ত নেন যে, যা তিনি বোঝেন না, তা শেখানো তার উচিত নয়।
1 Book
Duration: 11 mins 5 sec
No Reviews yet(0)
About
পদার্থবিজ্ঞানের ডিগ্রিধারী এক যুবক জীবিকার তাগিদে কলেজে ভূগোলের খণ্ডকালীন শিক্ষকতা করেন। একদিন ক্লাসে এক ছাত্রী গান শোনাতে বললে, সোহেল নামের এক ছাত্র ব্যঙ্গ করে...