ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ার সময়, লেখকের প্রেম পড়ার গল্প। সেই সময়ের “ক্যাম্পাস কাঁপানো সুন্দরী” এক সিনিয়র আপু, যিনি ছিলেন রেডিওর তালিকাভুক্ত শিল্পী এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব। লেখক ও তার আপুর মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে—যা প্রেম কিনা সন্দেহভাজন, তবুও মধুর।উপন্যাসটি নব্বইয়ের দশকের ইউনিভার্সিটি জীবন ও সেই সময়কার প্রেম-স্মৃতির গল্প। যারা সিনিয়রের প্রেমে পড়েছেন বা জীবনে একবার হলেও প্রেমের অনুভূতি পেয়েছেন, তাদের জন্য এটি খুবই প্রিয় একটি পাঠ।