এক ছিলেন সওদাগর – এক সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, সেইসাথে জাহাজ বোঝাই করে নানারকম বাণিজ্যে উপকরণ তাকে বখশিশ দিয়ে বললেন, "সমুদ্র পার হয়ে বিদেশে যাও- এসব জিনিস বেচে যা টাকা পাবে, সবই তোমার।” ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করা আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙেচুরে জিনিসপত্র, লোকজন কোথায় যে ভাসিয়ে নিলো তার আর খোঁজ পাওয়া গেল না। ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে, একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। তারপর কী পরিণতি হয় তার? -উত্তর গল্পে।