নাজনীন নাহার ভয়েসওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন ১৬ বছরের বেশি সময়। শুরুটা রেডিও সংবাদ পাঠ দিয়ে হলেও পরবর্তীতে ভয়েস-এর অন্যান্য সেক্টর-এও কাজ করার সৌভাগ্য হয়। বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকা এবং একটি বেসরকারি টিভি চ্যানেল ও একটি আইপি টিভি-তে সংবাদ পাঠের পাশাপাশি বিজ্ঞাপন, ডকুমেনটারি, ডাবিং, অডিওবুক, রেডিও ড্রামা-তে নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে কাজ করছেন স্বাধীন মিউজিক-এর সাথে।