শেগুফতা আবিদ সারি: একজন ভয়েস আর্টিস্ট। টিভিসি, ওভিসি, ডকুমেন্টারি, আইভিআর, ডাবিং, অডিওবুক, অডিও ড্রামা নিয়ে কাজ করছেন ১১ বছর ধরে। গ্রামীণফোন, বাংলালিংক, ফ্রেশ, কাজী এন্ড কাজী টি, ওয়ালটন, প্রাণ, গোদরেজ, রাঁধূনী, গো জায়ান, এলজি-সহ অসংখ্য বিজ্ঞাপনচিত্রের ভয়েসওভার আর্টিস্ট সারি। দীপ্ত টিভির সুলতান সুলেমান থেকে শুরু করে দূরন্ত টিভি, বঙ্গবিডি-তে ডাবিং প্রজেক্ট-এ কন্ঠাভিনয়ের পাশাপাশি ভয়েস অ্যাকটিং ডিরেকশনও দিয়েছেন।
মুজিব ভাই নামক অ্যানিমেশন মুভি-তে ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করেছেন। ইউনেস্কো, ব্র্যাক-সহ বেশ কিছু এনজিও'র ডকুমেন্টারিতে নিয়মিত ভয়েসওভার-এর কাজ করে যাচ্ছেন।
সারি বটতলা থিয়েটার গ্রুপ এর একজন সদস্য। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। অভিনয় নিয়ে মাস্টার্স।
বর্তমানে স্বাধীন মিউজিক-এর ক্রিয়েটিভ অডিওবুক এর সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। সারি স্বপ্ন দেখেন, ভয়েস আর্টিস্ট-দের কাজের পরিধি বৃদ্ধির পাশাপাশি বাংলা অডিওবুক বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।