নাজমুল হাসান এবং শিখা রহমানের একমাত্র সন্তান অনিক। বয়স আট বছর, ক্লাস টু-এর ছাত্র। এক জোছনা রাতে হঠাৎই অনিক বাড়ি থেকে বের হয়ে বাগানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে শুরু করে এবং বিড়বিড় করতে থাকে।
কার সাথে কথা বলছে- জানতে চাইলে অনিক জানায়, সে তার মায়ের সাথে কথা বলছে। শিখা রহমান এবং নাজমুল হাসান বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন।
সে জানাল তার বাবা মৃত এবং তার মা অসুস্থ। মাঝে মাঝে তার মা তাঁর কাছে আসে এবং কথা বলে। কথাগুলো শোনার পর শিখা রহমানের শয্যাশায়ী হওয়ার মতো অবস্থা। যে অনিককে তিনি নিজে পেটে ধরেছেন সেই অনিক কি না বলছে তার মা অন্য একজন! তাকে নিয়ে যাওয়া হয় মনোরোগবিশেষজ্ঞ ডাক্তার তরফদারের কাছে। শেষ পর্যন্ত ডাক্তার তরফদার কি পেরেছিলেন অনিকের রহস্যময়ী অদৃশ্য মাকে খুঁজে বের করতে? নাকি এরহস্য রহস্য হয়েই থেকে যায়?