কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। কৃষ্ণকান্ত নামের এক জমিদার তার ভাইপো গোবিন্দলালকে ভালোবাসেন ও উইল করে সম্পত্তি দিতে চান। গোবিন্দলালের স্ত্রী রোহিণী, কিন্তু সে বিমলা নামে আরেক নারীর প্রেমে পড়ে যায়। এই নিয়ে পারিবারিক অশান্তি, প্রতারণা ও নৈতিক সংকট তৈরি হয়। শেষে অনুশোচনা ও ন্যায়বিচারের মাধ্যমে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে।
1 Book
Duration: 214 min 17 sec
No Reviews yet(0)
About
কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। কৃষ্ণকান্ত নামের এক জমিদার তার ভাইপো গোবিন্দলালকে ভালোবাসেন ও উইল করে সম্পত্তি দিতে চান। গোবিন্দল...