আহত বৃদ্ধ হিউগো তরুণ কাউবয় মিচেলকে গোল্ড ক্রিকের কিংবদন্তী ও সোনাদানব মিশিবিঝিউর কথা বলেন, পূর্ণিমা রাতে সোনা পাওয়ার নিয়মও জানান। হিউগোর মৃত্যুর পর কৌতূহলী মিচেল প্রতিশ্রুতি ভেঙে গোল্ড ক্রিকে যায় এবং নিয়ম মেনে দানবকে ডাকে। কিন্তু দেখার লোভ সামলাতে না পেরে চোখ খুললে মিশিবিঝিউর আক্রমণে সোনায় পরিণত হয়ে তার শিকার হয়। আসলে, হিউগো নিজেই মিশিবিঝিউর জন্য শিকারের ব্যবস্থা করে, কারণ দানবটি মানুষ ছাড়া অন্য কিছু খায় না।
1 Book
Duration: 29 min 25 sec
No Reviews yet(0)
About
আহত বৃদ্ধ হিউগো তরুণ কাউবয় মিচেলকে গোল্ড ক্রিকের কিংবদন্তী ও সোনাদানব মিশিবিঝিউর কথা বলেন, পূর্ণিমা রাতে সোনা পাওয়ার নিয়মও জানান। হিউগোর মৃত্যুর পর কৌতূহলী ম...