নিঃসঙ্গ বিজ্ঞানী ডক্টর ব্যারন আরকেইন ন্যাশনাল পার্কে এক অদ্ভুত প্রাগৈতিহাসিক প্রাণী খুঁজে পান এবং সেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। দ্রুত সেটি বিশাল ও হিংস্র হয়ে উঠলে তিনি বন্ধু প্রফেসর কারমেলের সাহায্য চান। চিঠি দেরিতে পাওয়ায় প্রফেসর যখন ব্যারনের বাড়িতে পৌঁছান, ততদিনে ব্যারনের অনুপস্থিতিতে প্রাণীটি মালিকে হত্যা করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। গেট খোলা থাকায় প্রফেসর কারমেল সেই ভয়ংকর প্রাণীর মুখোমুখি হন এবং তার আক্রমণে মারা যান, এই আশঙ্কায় যে প্রাণীটি বাইরে বেরিয়ে আরও অনেকের জীবন নেবে।