মৌলী — নামের অর্থ পাহাড়ের চূড়া বা পর্বতশীর্ষ। জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বড় হয়েছেন ঢাকায়। তিনি মা–বাবার প্রথম সন্তান এবং এক কন্যার জননী।
পেশায় তিনি একজন চিকিৎসক। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস সম্পন্ন করার পর মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিশু মেডিসিনে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত।
শিক্ষাজীবনের শুরু হয়েছিল হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে, সেখান থেকেই তিনি এসএসসি ও এইচএসসি পাস করেন।
বই তাঁর নেশা—পুরির ঠোঙা থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত যা হাতে পান, পড়তে ভালোবাসেন গোগ্রাসে। তিনি স্বপ্ন দেখেন বৈষম্যহীন এক পৃথিবীর, যেখানে নারী-পুরুষ কিংবা ধনী-গরিবের মধ্যে কোনো প্রাচীর থাকবে না।