স্বাধীন মিউজিক-এর "তিন গোয়েন্দা সিরিজ"-এ মুসা আমান চরিত্রে কণ্ঠ দিয়েছেন। "মাসুদ রানা" সিরিজ-এ একাধিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ২০১৮ সাল থেকে গল্পধার অডিওবুক-এ ভয়েসওভার শিল্পী ও পরিচালক হিসেবে কাজ করছেন। বুকওয়ার্ম অডিওস্টোরিজ-এর জন্য ভয়েস আর্টিস্ট ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বেঙ্গল বুকস-এর "মানুষ রতন" (লেখক: মূম রহমান) বইয়ের অডিও রূপান্তরের জন্য কণ্ঠ দিয়েছেন। নিজে রচনা করেছেন দুটি থ্রিলার সিরিজ: "গোয়েন্দা ওসি" এবং "গোয়েন্দা ওসি: দ্বিতীয় অধ্যায়"। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম নাট্যদল-এর জন্য নাট্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।