দীপক সুমন (পূর্ণ নাম: দীপক কুমার গোস্বামী) একজন বাংলাদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, ডাবিং শিল্পী ও পরিচালক। তিনি থিয়েটার দল তিরন্দাজ রিপার্টরি-র প্রধান। জনপ্রিয় তুর্কি ধারাবাহিক "মুহতেশেম ইউজিউল"-এ সুলেমান দ্বিতীয়-এর বাংলা কণ্ঠ দিয়ে তিনি বিশেষভাবে পরিচিত। অভিনয় করেছেন "তালাশ", "লাল মোরগের ঝুঁটি"-সহ বহু চলচ্চিত্রে। তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটক "এবং বিদ্যাসাগর", "কণ্ঠনালিতে সূর্য"। তিনি প্ল্যাটফর্ম কমিউনিকেশনস নামে একটি ডাবিং স্টুডিওর মালিক এবং দীপ্ত টিভির "মুহতেশেম ইউজিউল" ও এসএ টিভির "মুহাম্মদ: দ্য ফাইনাল লিগ্যাসি"-র বাংলা ডাবিং পরিচালনা করেছেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সমর্থক ছিলেন। আন্দোলন-পরবর্তী সময়ে তাঁর ডকুমেন্টারি "বাংলাদেশে হিন্দু হওয়া সাদাকালো গল্প নয়" যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও SOAS ইউনিভার্সিটি-তে প্রদর্শিত হয়।