তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। ১৮৯৮ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে লাভপুর গ্রামে। যাদবলাল হাই স্কুল থেকে পাস করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেও ডিগ্রি শেষ করেননি। স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন এবং পরে সাহিত্যকে জীবনমিশন করেন। তাঁর উপন্যাস সংখ্যা প্রায় ৬৫টি, এর মধ্যে ‘কবি’, ‘হাসুলী বাঁকের উপকথা’, ‘কালিন্দী’ উল্লেখযোগ্য। ছোটগল্প, কবিতা, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের সব শাখায় ছিল তাঁর দক্ষতা। ‘ছলনাময়ী’, ‘হারানো সুর’, ‘উনিশশো একাত্তর’ তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। তাঁর বহু রচনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র—যেমন ‘জলসাঘর’, ‘দুই পুরুষ’। সাহিত্যিক হিসেবে যেমন খ্যাতি অর্জন করেন, তেমনি বিধানসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বীকৃতিস্বরূপ তিনি ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘রবীন্দ্র পুরস্কার’সহ বহু সম্মাননায় ভূষিত হন। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।