রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "রামকানাইয়ের নির্বুদ্ধিতা" গল্পটি মানুষের লোভ, অহংকার এবং মৃত্যুর পরও সম্পত্তির প্রতি আসক্তির একটি ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরে। গল্পটিতে রামকানাই, তার মৃত ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য কতখানি নিচে নামতে পারে, সেটাই দেখানো হয়েছে। গুরুচরণের মৃত্যুর পর তার স্ত্রীকে উইল করে দেওয়া সম্পত্তি নিয়ে রামকানাইয়ের লোভ এবং তার ছেলে নবদ্বীপের ক্ষোভ, এই গল্পের মূল বিষয়। গল্পটিতে মানুষের স্বার্থপরতা এবং মৃত্যুর পরও সম্পত্তির প্রতি আসক্তির কটু বাস্তবতা তুলে ধরে রবীন্দ্রনাথ।