আজকের বিশেষ পর্বে থাকছে হেমেন্দ্রকুমার রায়ের মন্ত্রমুগ্ধকর গল্প "ভৌতিক না ভেলকি?"। এই গল্পে রহস্য আর ভয়াবহতার অপূর্ব মিশ্রণে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর যাত্রা। আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা কখনো অতিপ্রাকৃত মনে হয়, কারণ সেগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। আবার অনেক সময় যেটা ভৌতিক মনে হয়, তা কেবল জটিল এক ভেলকি ছাড়া কিছুই নয়। এই গল্পে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমারেখা বারবার প্রশ্নের মুখে পড়ে। হেমেন্দ্রকুমার রায়ের অনবদ্য গল্প বলার ক্ষমতা একদিকে শিহরণ জাগাবে, অন্যদিকে আপনার যুক্তি আর কল্পনাকে চ্যালেঞ্জ করবে। আপনি কী মনে করেন? সব অতিপ্রাকৃত ঘটনা কি সত্যিই ভৌতিক, নাকি সেগুলো মানব মস্তিষ্কের তৈরি কোনো চতুর ভেলকি? সত্য জানার জন্য দেখে নিন "ভৌতিক না ভেলকি?"— যেখানে ভেলকি কখনো ভৌতিক মনে হয়, আর ভৌতিক ঘটনাও কখনো কেবল ভেলকি হয়ে ধরা দেয়।