মেহেদী হাসান: ২০২১ সালের মার্চ থেকে দুরন্ত টিভি-তে ভয়েস দেয়ার মাধ্যমে ভয়েস অ্যাক্টিং-এর যাত্রা শুরু করেন। এরপর থেকে দূরন্ত টিভির অসংখ্য কার্টুন সিরিয়াল এবং অ্যানিমেটেড ও লাইভ অ্যাকশন মুভি-তে প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে ভয়েসওভার দিয়েছেন। দূরন্ত টিভি ছাড়াও ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে একাধিক সিরিজ এবং মুভি-তে কাজ করার অভিজ্ঞতা আছে।
ভয়েস অ্যাক্টিং-এর পাশাপাশি মেহেদী হাসান কাজ করেছেন মঞ্চ নাটকেও।