আবু ইসহাক শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন শিবঙ্গল গ্রামে ১লা নভেম্বর, ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে স্কলারশিপ নিয়ে ম্যাট্রিক এবং ১৯৪৪ সালে আই. এ পাশ করেন তিনি। এর ষোল বছর পর ১৯৬০ সালে করাচি থেকে বি.এ. পাশ করেন। পরবর্তী জীবনে দেশে বিভিন্ন দায়িত্বশীল পদে এবং বিদেশে কূটনৈতিক পদে কর্মরত ছিলেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হলেও সাহিত্যের প্রতি তার ছিল গভীর অনুরাগ। তারই স্বীকৃতি হিসাবে বাংলা একাডেমি ১৯৬২-৬৩ সালে তাঁকে সাহিত্য-পুরস্কারে সম্মানিত করে। এছাড়াও ২০০৪ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। আবু ইসহাক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল প্রতিভা। তাঁর রচিত উপন্যস ‘সূর্য-দীঘল বাড়ি’ এক স্মরণীয় সাহিত্যকীর্তি।